কুনমিং দৌনান ফ্লাওয়ার মার্কেট: এশিয়ার বৃহত্তম তাজা ফুলের বাজার
2023-02-02 18:52:40

ফেব্রুয়ারি ২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ইউননান প্রদেশের দৌনান ফুলের বাজার হলো এশিয়ার সবচেয়ে বড় এবং ব্যস্ততম তাজা ফুলের বাজার। কুনমিং শহরের প্রান্তে অবস্থিত এই বাজারটি বাণিজ্যের আকার এবং রপ্তানি মূল্যের দিক থেকে এশিয়ার বাজারের শীর্ষ অবস্থানে পৌছেছে।

সদ্য সমাপ্ত বসন্তের উৎসবের ছুটিতে এবং আসন্ন লণ্ঠন উৎসব উপলক্ষে এই বাজারে সদ্য কাটা ফুল বিক্রি হচ্ছে দেদার। দৌনানে বেশ কয়েকটি ফুলের বাজার রয়েছে যেগুলো পরষ্পর সংযুক্ত। এখানে তাজা ফুলের পাশাপাশি ড্রাই ফ্লাওয়ার এবং ফুলজাত বিভিন্ন ভেষজ ও প্রসাধনী সামগ্রীর মার্কেটও রয়েছে।

বসন্ত উৎসব উপলক্ষে জমজমাট হয়ে উঠেছে এই ফুলের বাজার।

শান্তা/ রহমান