২০২২ সালে রাশিয়ায় এলএনজি’র উত্পাদন ৮ শতাংশ বেড়েছে
2023-02-02 15:38:32

ফেব্রুয়ারি ২: ২০২২ সালে রাশিয়া মোট ৩ কোটি ২৫ লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উত্পাদন করে, যা ২০২১ সালের তুলনায় ৮ শতাংশ বেশি। রুশ ফেডারেল জাতীয় পরিসংখ্যান ব্যুরো গতকাল (বুধবার) এ তথ্য জানায়।

ব্যুরো আরও জানায়, উত্পাদিত এলএনজি’র মধ্যে ১ কোটি ১৫ লাখ টন এসেছে "সাখালিন-২" প্রকল্প থেকে। এ প্রকল্পটি রাশিয়ার সাখালিন দ্বীপে অবস্থিত। এখানে তেলের মজুদ প্রায় ১০ কোটি  টন এবং প্রাকৃতিক গ্যাসের মজুদ ৪০০ বিলিয়ন কিউবিক মিটার। (শিশির/আলিম/রুবি)