বেইজিংয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্টের সঙ্গে ওয়াং ই’র বৈঠক
2023-02-02 19:16:19

ফেব্রুয়ারি ২: চীনা কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্য ও কেন্দ্রীয় বৈদেশিক কার্যালয়ের মহাপরিচালক ওয়াং ই, আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে, জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট চাবা কোরশির সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে ওয়াং ই বলেন, চীন জাতিসংঘকেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা এবং জাতিসংঘ সনদ ও নীতিভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলাকে দৃঢ়ভাবে সমর্থন করে। চীন জাতিসংঘের সঙ্গে সহযোগিতা জোরদার করবে এবং বিশ্ব উন্নয়ন উদ্যোগ ও নিরাপত্তা উদ্যোগ বাস্তবায়ন করার প্রচেষ্টা চালাবে।

তিনি আরও বলেন, জাতিসংঘের ‘এজেন্ডা ২০৩০’ বাস্তবায়ন করতে এবং পানিসম্পদ, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যসহ নানান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বরাবরের মতোই কাজ করে যাবে বেইজিং।

জবাবে কোরশি জাতিসংঘকে দেওয়া সমর্থনের জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বহুপক্ষবাদের প্রতি চীনের অটল সমর্থন প্রশংসার যোগ্য। জাতিসংঘ চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করতে এবং যৌথভাবে ‘এজেন্ডা ২০৩০’ বাস্তবায়নে কাজ করতে আগ্রহী বলেও তিনি উল্লেখ করেন। (রুবি/আলিম/শিশির)