কর্মসংস্থানের সুযোগ বাড়ছে চীনের প্রযুক্তি ও ইন্টারনেট প্রতিষ্ঠানগুলোতে
2023-02-02 19:00:38

জানুয়ারি ২, সিএমজি বাংলা ডেস্ক : চলতি বছর চীনের প্রযুক্তি এবং ইন্টারনেট প্রতিষ্ঠানগুলোতে বিগত বছরের চেয়ে আরও বেশি কাজের সুযোগ বাড়বে। দেশটির শিল্প বিশেষজ্ঞরা এ তথ্য জানিয়েছে।

চায়না সেন্টার ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক এক্সচেঞ্জের প্রধান গবেষক চাং ইয়ানশেং বলেন, " এই বছর কোম্পানিগুলোর প্রত্যাশা পূরণ ও আস্থা ফিরিয়ে আনতে অনেক বেশি কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে। যার মাধ্যমে ডিজিটাল প্রযুক্তি একীকরণের ক্ষেত্রে তাদের ভূমিকা  আরও বাড়বে।  প্রকৃত অর্থনীতি নতুন পেশা এবং উচ্চ মানের কর্মসংস্থানে প্রেরণা যোগাবে। "

চীনের রেনমিন ইউনিভার্সিটির শ্রম ও মানবসম্পদ বিভাগের অধ্যাপক ইয়াং ওয়েইকু বলেন, “অধিক কর্মসংস্থানের সুযোগ  শ্রমবাজারের বৈষম্য কমিয়ে দেবে”।

মিম/ শান্তা