কোভিড রোগীর সংখ্যা ও মৃত্যু কমছে চীনে
2023-02-02 18:58:40

ফেব্রুয়ারি ২, সিএমজি বাংলা ডেস্ক: কোভিড-১৯-এ আক্রান্ত রোগীর সংখ্যা এবং এ রোগে মৃত্যুর সংখ্যা – দুটিই কমে চলেছে চীনে। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বুধবার এ তথ্য জানিয়েছে।

সিডিসি জানায়, বিভিন্ন হাসপাতালে কোভিড-১৯ রোগী মৃত্যুর সংখ্যা সোমবার ৪৩৪-এ নেমে এসেছে। গত ৪ জানুয়ারি রেকর্ড সখ্যক মৃত্যুর তুলনায় সোমবারের সংখ্যা মাত্র ১০ শতাংশ।

হাসপাতালগুলোতে গুরুতর রোগীর সংখ্যা ৫ জানুয়ারী ১ লাখ ২৮ হাজারে পৌঁছেছিল এবং তারপর থেকে ক্রমাগত কমছে। সোমবার এ সংখ্যা দাঁড়ায় মাত্র ১৪ হাজারে।

পাঁচ জানুয়ারী হাসপাতালে ভর্তি কোভিড-১৯ রোগীর সংখ্যা ছিল যেখানে প্রায় ১৬ লাখ ৩০ হাজার, সেখানে সোমবার সে সংখ্যা নেমে আসে ১ লাখ ৪৪ হাজারে। 

 রহমান/শান্তা