নতুন উন্নয়নের অবকাঠামো দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে সি চিন পিংয়ের নির্দেশ
2023-02-01 19:14:40

ফেব্রুয়ারি ১: দেশের নতুন উন্নয়নের জন্য প্রয়োজনীয় অবকাঠামো দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি গতকাল (মঙ্গলবার) চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সংশ্লিষ্ট এক কর্মসভায় এ নির্দেশ দেন।

সি চিন পিং বলেন, নতুন উন্নয়নের অবকাঠামো দ্রুততম সময়ের মধ্যে শেষ করা, চীনের দ্বিতীয় শত বছরের লক্ষ্য অর্জন এবং উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে সমন্বয় নিশ্চিত করার জন্য জরুরি। এতে চীনের অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি সুসংবদ্ধ হবে এবং অর্থনীতিতে নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়বে। আর এর ফলে চীন সার্বিকভাবে একটি আধুনিক সমাজতান্ত্রিক দেশ হিসেবে গড়ে উঠবে।

প্রেসিডেন্ট সি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে নতুন উন্নয়নের অবকাঠামো গঠনকাজে সাফল্য অর্জিত হয়েছে; নীতিগত ব্যবস্থাও সুবিন্যস্ত হয়েছে। তবে, নতুন উন্নয়নের অবকাঠামো সম্পূর্ণ গড়ে তুলতে এখনও অনেক পথ অতিক্রম করতে হবে, অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তাই, সংশ্লিষ্ট সকলের উচিত, নতুন উন্নয়নের অবকাঠামো গঠনের পথে বিদ্যমান সমস্যা সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো এবং এক্ষেত্রে সংস্কার গভীরতর করা।

সি চিন পিং আরও বলেন, অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে হবে এবং সরবরাহ কাঠামোতে সংস্কার গভীরতর করতে হবে। এতে  জাতীয় অর্থনীতির একটি টেকসই ও সুষ্ঠু সার্কেল গড়ে উঠবে।

(রুবি/আলিম/শিশির)