যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ চীনে ডিইউভি লিথোগ্রাফি মেশিন রপ্তানি বাধা দিয়েছে- প্রতিবাদ চীনের
2023-02-01 10:51:12

ফেব্রুয়ারি ১: গতকাল (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ নিজের স্বার্থ বিবেচনা করে চীনে ডিইউভি লিথোগ্রাফি মেশিন রপ্তানিতে বাধা দিয়ে অন্য দেশের ক্ষতি করেছে। সংশ্লিষ্ট দেশের উচিত ন্যায়সঙ্গত ও যৌক্তিক অবস্থান থেকে স্বদেশের দীর্ঘকালীন স্বার্থ ও বাজারের নিয়ম বিবেচনা করে স্বাধীন ও স্বতন্ত্র সিদ্ধান্ত নেওয়া।

মুখপাত্র আরো বলেন, কিছু দেশ শুধু নিজে স্বার্থ লাভ করতে চায়, তারা অন্য দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত করে চীনা শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়নে বাধা দেয়। এহেন আচরণ গুরুতরভাবে বাজারের নিয়ম ও আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক শৃঙ্খলায় আঘাত হেনেছে। এতে শুধু চীনা কোম্পানির বৈধ অধিকারই নয়, বরং বিশ্বের শিল্প চেইনের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

তিনি আরো বলেন, চীন ও নেদারল্যান্ডসের সহযোগিতা নিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ছিন কাং এবং নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী পিত হুকস্ত্রা ফোনালাপ করেছেন। দু’পক্ষ যৌথভাবে আন্তর্জাতিক শিল্প চেইন ও সরবরাহ চেইনের স্থিতিশীলতা রক্ষার চেষ্টা করবে বলে একমত হয়েছেন। নেদারল্যান্ডস দায়িত্বশীল মনোভাব নিয়ে চীনের সঙ্গে আর্থ-বাণিজ্যিক ইস্যু মোকাবিলা করবে বলে উল্লেখ করেন পিত হুকস্ত্রা।

(সুবর্ণা/তৌহিদ/রুবি)