চিয়াং ইংরোং
2023-02-01 16:40:09

চিয়াং ইংরোং ১৯৮৮ সালের ১ ফেব্রুয়ারি সিছুয়ান প্রদেশের ছেংতু শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল ভূভাগের একজন গায়িকা। তিনি বেইজিং কনটেম্পরারি মিউজিক একাডেমির ছাত্রী ছিলেন।

২০০৭ সালে তিনি বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত উত্সবে অংশ নিয়ে চতুর্থ স্থান পাওয়ার পাশাপাশি, বার্ষিক সবচেয়ে সম্ভাবনাময় গায়িকা হিসেবেও পুরস্কার জিতে নেন। ২০০৯ সালে তিনি হুনান টিভির “সুপার গার্ল” নামক প্রতিভা শো-য় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন এবং তখন থেকে আনুষ্ঠানিকভাবে শোবিজে প্রবেশ করেন। ২০১০ সালের ১৩ সেপ্টেম্বর তিনি প্রথম একক অ্যালবাম “খারাপ এঞ্জেল” প্রকাশ করেন। এতে “তোমার সৌন্দর্য আঁকড়ে ধরি” ও “অনুশীলন”সহ মোট ১০টি গান অন্তর্ভুক্ত হয়।

 

২০১৩ সালের ১৪ মার্চ চিয়াং ইংরোং তাঁর দ্বিতীয় ইপি প্রকাশ করেন। এতে মোট ৫টি গান অন্তর্ভুক্ত হয়। একই বছরের নভেম্বরে তিনি SdannyLee স্ট্যান্নি লির সঙ্গে একটি যৌথ একক গান “ডিভি” প্রকাশ করেন। তারপর তিনি নিজের একক গান ‘সুন্দর আলো’ বা “Beautiful light” প্রকাশ করেন। 

চিয়াং ইংরোংর প্রথম ইপিতে মোট ৫টি গান অন্তর্ভুক্ত হয়। ইপি দিয়ে তিনি বেইজিং পপ সঙ্গীত পুরস্কারের বার্ষিক সেরা ইপি পুরস্কার জিতে নেন। “অন্ধকারে নৃত্য” এবং “অস্ত্রশস্ত্র” ইপিতে অন্তর্ভুক্ত দু’টো গান। 

 

 “ভালো মানুষ খারাপ হয়ে গেছে” চিয়াং ইংরোং গাওয়া একটি গান। গানটি তাঁর ২০১৩ সালে প্রকাশিত “ফ্যাশন শো” নামক অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। চিয়াং ইংরোং অ্যালবামের আংশিক তৈরীর কাজে অংশ নেন। গানগুলি রেকর্ডিংয়ের সময় প্রতিটি গান তিনি বার বার রেকর্ড করেন এবং অবশেষে সন্তুষ্ট হবার পর চূড়ান্তভাবে রেকর্ড করেন। 

‘প্রিন্সেস চার্মিং’ চিয়াং ইংরোং ২০২১ সালের ২৯ অক্টোবর প্রকাশিত একটি অ্যালবাম। এতে মোট ৩টি গান অন্তর্ভুক্ত হয়। অ্যালবামের শিরোনাম গানে ল্যাটিন-আমেরিকান সঙ্গীত স্টাইল, রক, লোকসঙ্গীত, হিপ-হপ এবং ইডিএমসহ সমৃদ্ধ সঙ্গীত উপাদন সংযুক্ত করা হয়। 

   

(প্রেমা/আলিম)