চলতি বছর চীনের অর্থনীতি আরও চাঙ্গা হবে ও বৈশ্বিক অর্থনীতিতে শক্তি যোগাবে: চীনা মুখপাত্র
2023-02-01 19:16:45

ফেব্রুয়ারি ১: চলতি বছর চীনের অর্থনীতি আরও চাঙ্গা হবে এবং বরাবরের মতোই বৈশ্বিক অর্থনীতিতে আস্থা ও শক্তি যোগাবে।  আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

তিনি বলেন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা চীনের অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে। মর্গান স্ট্যানলি ও গোল্ডম্যান শ্যাসসহ বিভিন্ন সংস্থা ২০২৩ সালে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বানুমানের চেয়ে বেশ হবে বলে পূর্বাভাস দিয়েছে। বিশ্ব অর্থনীতি ফোরামের ২০২৩ সালের বার্ষিক অধিবেশনে অংশগ্রহণকারীরা বলেছেন, চীন নভেল করোনাভাইরাস প্রতিরোধনীতি পরিবর্তন করায়, বিশ্ব অর্থনীতির মন্দাবস্থায় পড়ার আশঙ্কা কমেছে। বিশ্ব  বাণিজ্য সংস্থার মহাপরিচালক বলেছেন, চীন বৈশ্বিক প্রবৃদ্ধির চালিকাশক্তি।

উল্লেখ্য, সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪.৮ শতাংশ ছাড়িয়ে যাবে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস অনুসারে, ২০২৩ সালে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৫.২ শতাংশের বেশি। (রুবি/আলিম/শিশির)