চীন-হাঙ্গেরি সাংস্কৃতিক বিনিময় ক্রমশ বাড়ছে: চীনা মুখপাত্র
2023-02-01 19:39:02

ফেব্রুয়ারি ১: আজ (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, চীন ও হাঙ্গেরির সুদীর্ঘকালের ইতিহাস ও উজ্জ্বল সংস্কৃতি আছে। দু’দেশের জনগণের ঐতিহ্যবাহী বন্ধুত্বও শক্তিশালী। দু’দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ও দিন দিন বাড়ছে।

মুখপাত্র বলেন, সম্প্রতি প্রেসিডেন্ট সি হাঙ্গেরিয়ান-চীনা দ্বিভাষিক স্কুলের শিক্ষার্থীদের চিঠির উত্তর দিয়েছেন এবং চীনকে ভালোভাবে জানতে তাদের উত্সাহ দিয়েছেন। আসলে, ভাষা হলো কোনো একটি দেশকে জানার সবচেয়ে ভালো মাধ্যম।

মুখপাত্র জানান, ২০২১ সালের শেষ দিক পর্যন্ত, বিশ্বের মোট ১৮০টি দেশ ও অঞ্চলে চীনা ভাষা শিক্ষাকেন্দ্র চালু হয়েছে এবং ৭০টিরও বেশি দেশ চীনা ভাষাকে জাতীয় শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্ত করেছে। বিশ্বব্যাপী যেসব বিদেশী চীনা ভাষা শিখছেন ও ব্যবহার করছেন, তাদের সংখ্যা প্রায় ২০ কোটি। (লিলি/আলিম/রুবি)