বৈশ্বিক প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি হবে চীন: মার্কিন বিশেষজ্ঞ
2023-02-01 19:13:33

ফেব্রুয়ারি ১, সিএমজি বাংলা ডেস্ক: উন্নত দেশগুলো যখন গভীর মন্দাদশায় পড়তে যাচ্ছে, তখন শুধুমাত্র চীনই একমাত্র দেশ যেটি বৈশ্বিক প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি হয়ে থাকবে।

যুক্তরাষ্ট্রের ইলিনয় ইনস্টিটিউট অফ টেকনোলজির স্টুয়ার্ট স্কুল অফ বিজনেসের অর্থনীতির অধ্যাপক খাইরি টুর্ক সিনহুয়ার সঙ্গে সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন।

অধ্যাপক টুর্ক বলেন, কোভিড পরিস্থিতি মোকাবেলায় প্রণোদনার জন্য যুক্তরাষ্ট্র মুদ্রা ছাপিয়ে গেছে। এর ফলে দেশটিতে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে চলেছে এবং যুক্তরাষ্ট্র মন্দায় পড়তে যাচ্ছে।  ইউক্রেনের সংঘাত এবং জ্বালানি সংকটের কারণে ইউরোপের দেশগুলোও মন্দার আশঙ্কায় রয়েছে বলে মনে করেন তিনি।

চীনের মূল্যস্ফীতির সমস্যা নেই উল্লেখ করে মার্কিন অধ্যাপক বলেন, দেশটি উৎপাদনশীল শ্রমিকরা কারখানায় কাজ করতে ফিরে আসছে। তাই তাদের একটি প্রতিযোগিতামূলক সুবিধা রয়েছে। চীনের বাজার আগামী দু’বছরে বিশ্বব্যাপী প্রবৃদ্ধির উজ্জ্বল স্থান হবে বলে মনে করেন অধ্যাপক টুর্ক। 

মার্কিন অধ্যাপক বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রেও কোনো দেশই চীনের সঙ্গে পাল্লা দিতে  পারেনি, বিশেষ করে চীন এখন অনেক বেশি উন্মুক্ত হয়েছে। প্রথম শ্রেণীর অবকাঠামো, উচ্চ মানের শ্রমিক এবং বিশাল বাজারের সুবিধা নিয়ে চীন বিশ্বে ‘অপরিহার্য’ হয়ে উঠেছে বলে মনে করেন তিনি।

চীনের কোভিড নীতির প্রশংসা করে অধ্যাপক টুর্ক বলেন, এটি যে শুধু লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছে তাই নয়, চীনা অর্থনীতির পুনরুজ্জীবনের পেছনেও এটি একটি প্রধান কারণ।

হাশিম/সাজিদ