মাহমুদ আব্বাস ও ব্লিঙ্কেনের বৈঠক অনুষ্ঠিত
2023-02-01 13:52:15

ফেব্রুয়ারি ১: গতকাল (মঙ্গলবার) ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জর্ডান নদীর পশ্চিম তীরে রামাল্লা শহরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের সঙ্গে সাক্ষাত করেছেন। দু’পক্ষ বর্তমান ফিলিস্তিন-ইসরায়েল উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে।

ফিলিস্তিনের তথ্য মাধ্যমের খবর অনুযায়ী, সাক্ষাত্কালে মাহমুদ আব্বাস আন্তর্জাতিক সমাজকে ইসরায়েলের উপর চাপ বাড়িয়ে তার একতরফা পদক্ষেপগুলো বন্ধ করা এবং ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য দেশের মর্যাদা দেওয়ার আহ্বান জানান।

ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে ব্লিঙ্কেন ‘দু’রাষ্ট্র পরিকল্পনাকে’ পুনরায় সমর্থন দিয়েছেন। তিনি বিভিন্ন পক্ষকে ব্যবস্থা নিয়ে ফিলিস্তিন-ইসরায়েল উত্তেজনা প্রশমিত করার আহ্বান জানান।

ফিলিস্তিনের জাতীয় মুক্তি আন্দোলনের (ফাতাহ) ভাইস-চেয়ারম্যান এদিন এক সাক্ষাত্কারে দেশটির নেতাদের মার্কিন সংশ্লিষ্ট নীতিগুলোকে ‘আস্থাহীন বা আশাহীন’ বলেছেন।

(প্রেমা/তৌহিদ/ছাই)