অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ও যুক্তরাজ্যকে স্থায়ুযুদ্ধের মানসিকতা পরিত্যাগ করতে চীনের তাগিদ
2023-02-01 19:50:53

ফেব্রুয়ারি ১: অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে স্থায়ুযুদ্ধের মানসিকতা পরিত্যাগ করতে আবারও তাগিদ দিয়েছে চীন। আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তাগিদ দেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

ব্রিটিশ হাউস অফ কমন্সের প্রতিরক্ষা কমিটিতে ‘অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য নিরাপত্তা ইউনিয়ন’-এ জাপান ও ভারতের যোগদান নিয়ে সাম্প্রতিক আলোচনা প্রসঙ্গে মাও নিং বলেন, যে-কোনো আঞ্চলিক জোটের লক্ষ্য হওয়া উচিত শান্তি ও উন্নয়ন, তৃতীয় কোনো দেশ বা পক্ষের স্বার্থহানি নয়।

তিনি আরও বলেন, তথাকথিত এইউকেইউএস ব্যবস্থার আসল উদ্দেশ্য হল সামরিক সহযোগিতার মাধ্যমে সামরিক সংঘর্ষকে উস্কে দেওয়া। এটি সাধারণ স্নায়ুযুদ্ধের মানসিকতা, যা পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকি বাড়াবে এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অস্ত্র-প্রতিযোগিতাকে তীব্রতর করবে। চীন এ নিয়ে উদ্বিগ্ন। (শিশির/আলিম/রুবি)