পর্যটকদের নজর কাড়ছে শানসির প্রবীণ শিল্পীর কাগজ-কাটা শিল্পকর্ম
2023-02-01 19:16:26

ফেব্রুয়ারি ১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শানসি প্রদেশের এক প্রবীণ শিল্পীর কাগজ-কাটা শিল্পকর্ম দেখতে বসন্ত উৎসবের ছুটিতে গত ক’দিন ধরে বেইজিংয়ে এক প্রদর্শনীতে ছুটে আসছে স্থানীয় বাসিন্দা ও দেশের বিভিন্ন অঞ্চলের পর্যটকরা।

শানসি প্রদেশের থাইহাং পর্বতমালার নামানুসারে এই কাগজ-কাটা শিল্পের প্রদর্শনীটির নামকরণ করা হয়েছে ‘সোউল অব থাইহাং’। শিল্পী চাং ইয়োং চুংয়ের কাগজ-কাটা শিল্পে সাজানো এই প্রদর্শনীটি হচ্ছে চায়না ন্যাশনাল আর্টস এন্ড ক্রাফটস মিউজিয়াম এবং চায়না ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ মিউজিয়ামে।

কাগজ-কাটা শিল্প চীনের একটি ঐতিহ্যবাহী লোকশিল্প। শানসিতে এ লোকশিল্পের জন্য বিখ্যাত এই প্রবীণ শিল্পী। তার প্রতিটি কাগজ-কাটা শিল্পকর্মেই ফুটে ওঠে তার নিজ শহরের প্রতি ভালোবাসা।

২০০৯ সালে কাগজ-কাটা শিল্প ইউনেস্কোর অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত হয়। 

মামুন/রহমান