জাপান-ন্যাটো নৈকট্য এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অস্থিতিশীলতা বাড়াবে: জাপানি বিশেষজ্ঞের অভিমত
2023-02-01 19:22:33

ফেব্রুয়ারি ১: জাপান-ন্যাটো নৈকট্য এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অস্থিতিশীলতা আরও বাড়াবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করছেন খোদ জাপানের বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, ন্যাটো জাপানের মাধ্যমে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রভাব বিস্তার করতে চায়। এতে পরিস্থিতির অবনতি ঘটবে।

টোকাই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিগেকি নাগায়ামা বলেন, জাপানের আত্মরক্ষী বাহিনী ও ন্যাটোভুক্ত দেশের বাহিনীর যৌথ সামরিক মহড়া হচ্ছে। এটা প্রকারান্তরে পূর্ব-এশিয়ায় ন্যাটোর এক ধরনের হস্তক্ষেপ, যা পূর্ব এশিয়া ও ইউরোপের স্থিতিশীলতার জন্য মোটেই সুখবর নয়।

উল্লেখ্য, গতকাল (মঙ্গলবার) জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও ন্যাটোর সফররত মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ এক দ্বিপক্ষীয় বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে বলেন, দু’পক্ষ আঞ্চলিক নিরাপত্তা, নেটওয়ার্ক ও মহাকাশসহ নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে। (শিশির/আলিম/রুবি)