‘মঙ্গোলীয় মেয়ে’
2023-02-01 15:05:25

প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান ‘সুরের ধারায়’ আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েই ফেইফেই।

প্রতি সপ্তাহের এ সময়টা আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ, এ সময় আমি আপনাদের সঙ্গে সংগীতের মাধ্যমে মনের কিছু কথা বলতে পারি। বেইজিং ও বাংলাদেশের মধ্যে ভৌগোলিক দূরত্ব অনেক বেশি হলেও সংগীতের কোনো সীমানা নেই। আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে মনে হয়, আমি যেন আপনাদের সঙ্গেই আছি। এটি আমার জন্য খুব সুন্দর মুহূর্ত। আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন গানের ভুবনে।

 

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইউয়ান ইয়া ওয়েই-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

ইউয়ান ইয়া ওয়েই, ১৯৮৪ সালের ১২ ডিসেম্বর চীনের হুনান প্রদেশের হুয়াই হুয়া শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের পপ সংগীত মহলের একজন নারী কণ্ঠশিল্পী। ২০০৭ সালে তিনি ‘Soul Side’ নামে সংগীতব্যান্ড গঠন করে আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন।

 

২০১৪ সালের জুলাই মাসে ইউয়ান ইয়া ওয়েই-এর প্রথম অ্যালবাম ‘T.I.A.’ প্রকাশিত হয়। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ইউয়ান ইয়া ওয়েই প্রথমবারের মতো চীনের কেন্দ্রীয় টেলিভিশন সিসিটিভি’র বসন্ত উত্সব গালায় গান পরিবেশন করেন।

বন্ধুরা, এখন শুনুন ইউয়ান ইয়া ওয়েই-এর কণ্ঠে ‘মিথ্যা’ নামের গানটি। গানের কথায় বলা হয়, স্পষ্ট, অস্পষ্ট। উত্তর সত্য বা নেই। আঙুল, ঠোঁট, কেন এত আতঙ্কের হয়। সে চলে যায়, সে চিন্তা করে, কেন মিথ্যা বলে। ঝড় বৃষ্টি আসার আগে অপেক্ষা, কেউ সত্য প্রতিরোধ করতে পারে না।

আচ্ছা, শুনুন এই গান।

প্রিয় বন্ধুরা, এখন শুনুন ইউয়ান ইয়া ওয়েই-এর গান ‘মঙ্গোলীয় মেয়ে’। গানের কথাগুলো এমন: একটি শান্ত রাতে, এক মঙ্গোলীয় মেয়ে আছে। মুখের অশ্রু, যেন আকাশের তারার আলো। সেই মৃত ছাগলের জন্য একাই দুঃখ পায়। এত দুঃখ মেয়েটির। তবুও কত সুন্দর মেয়ে। তুমি আর মন খারাপ করো না। তুমি দেখো না? আকাশের সাদা মেঘ, সেই ছোট ছোট ছাগলের মত। অশ্রু মুঝে লাগে, বুঝতে পারিনি, কখন সূর্য উঠেছে।

আচ্ছা, শুনুন এই গানটি।

প্রিয় বন্ধুরা, এখন শুনুন ইউয়ান ইয়া ওয়েই-এর কণ্ঠে ‘গ্রীষ্মের সময়’। গানের কথাগুলো এমন: গ্রীষ্মকালে ইচ্ছামত সময় উপভোগ করো, নিষ্ঠুর ভবিষ্যত্ গ্রীষ্মের বাইরে রাখো। তবে এখন, নিয়মের কথা ভুলে যাও, ভালোভাবে প্রেম করো। নিজেকে মুক্তি দাও, ভবিষ্যতের কথা ভুলে যাও। নিয়ম আরো সহজ করো, শৃঙ্খলকে বিশৃঙ্খল করো। এমন যৌবন আমাদের প্রিয়। আমি পাগল হতে চাই, আমি সব কিছু চাই, ঠিক এখন।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেয়ার আগে আপনাদের শোনাবো ইউয়ান ইয়া ওয়েই-এর গাওয়া আরেকটি সুন্দর গান, গানের নাম ‘ভয় নেই’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইউয়ান ইয়া ওয়েই-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)