হার্ড ইমিউনিটি তৈরি হয়েছে চীনে, বলছেন মহামারী বিশেষজ্ঞ
2023-02-01 19:22:21

ফেব্রুয়ারি ০১, সিএমজি বাংলা ডেস্ক: ওমিক্রনের সর্বশেষ প্রাদুর্ভাব এবং গণটিকা কার্যক্রমের পর বেশিরভাগ চীনা নাগরিক কোভিড-১৯ প্রতিরোধক্ষমতা অর্জন করেছে এবং স্বল্পমেয়াদে তারা এ রোগ থেকে নিরাপদ হয়েছে। দেশটির একজন মহামারী বিশেষজ্ঞ পিপলস ডেইলিকে দেওয়া এক সাক্ষাত্কারে একথা বলেছেন।

কোভিড-১৯-এর কারণে এখনও বিশ্ব একটি জরুরি অবস্থার মধ্যে আছে - বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমন মন্তব্যের প্রেক্ষাপটে এ প্রতিক্রিয়া জানালেন মহামারী বিশেষজ্ঞ চাং কুয়াং, যিনি চীনের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রধান মহামারী বিশেষজ্ঞ ছিলেন।

চাং বলেন, চীনের জনসংখ্যার ৮০ থেকে ৯০ শতাংশ মানুষের মধ্যে প্রাকৃতিক রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে এবং ৯০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার পর এটা বলা যায় যে চীন হার্ড ইমিউনিটি অর্জন করেছে।

তিনি বলেন, "স্বল্পমেয়াদে পরিস্থিতি নিরাপদ হয়েছে এবং বড় বিপদ কেটে গেছে, তবে দীর্ঘমেয়াদে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে।”

 রহমান/শান্তা