পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ব্যাপক হতাহতের ঘটনায় চীনা প্রেসিডেন্টের শোক
2023-02-01 20:06:39

ফেব্রুয়ারি ১: পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ব্যাপক হতাহতের সাম্প্রতিক ঘটনায় শোক ও সমবেদনা প্রকাশ করে, আজ (বুধবার) সেদেশের প্রেসিডেন্ট আরিফ আলভিকে একটি শোকবার্তা পাঠান চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ।

বার্তায় সি চিন পিং বলেন, পাকিস্তানের পেশাওয়ারে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অনেকে হতাহত হয়েছেন। চীনের সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি নিহতদের জন্য শোক প্রকাশ করছেন এবং আহত ও নিহতদের আত্মীয়দের প্রতি জানাচ্ছেন আন্তরিক সমাবেদনা। তিনি হামলার তীব্র নিন্দাও জানান।

সি চিন পিং জোর দিয়ে বলেন, চীন যে-কোনো ধরণের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। পাকিস্তানকে জাতীয় সন্ত্রাসদমন অভিযান বেগবান করতে, দেশের স্থিতিশীলতা রক্ষা করতে, এবং জনগণের নিরাপত্তা সংরক্ষণ করতে সমর্থন দিয়ে যাবে চীন। পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসদমনে সহযোগিতা জোরদার করতে এবং বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষা করতে কাজ করতে চায় বেইজিং।

একই দিনে পাক প্রধানমন্ত্রী মুহাম্মাদ শাহবাজ শরিফকে একটি শোকবার্তা পাঠান চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং।  (রুবি/আলিম/শিশির)