২০২৩ সালে বিশ্ব অর্থনীতি প্রবৃদ্ধির হার ২.৯ শতাংশে উন্নীত করেছে আইএমএফ
2023-02-01 10:52:50

ফেব্রুয়ারি ১: ৩০ জানুয়ারি বার্তা সংস্থা এপি’র সূত্র জানায়, জাতিসংঘের বিশ্ব অর্থনীতির অউটলুক প্রতিবেদনে ২০২৩ সালে বৈশ্বিক অর্থনীতি প্রবৃদ্ধির হার ২.৯ শতাংশে উন্নীত করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। চীনের কোভিড প্রতিরোধ ব্যবস্থা শিথিল করা চীন ও বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা পালন করবে বলে ধারণা করেছে সংস্থাটি।

 

২০২২ সালের অক্টোবর মাসে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির হার ২.৭ শতাংশ হয় বলে মনে করে আইএমএফ। প্রবৃদ্ধির হার বাড়ানো সম্পর্কে আইএমএফ জানায়, এর প্রধান কারণ চীনে কোভিড প্রতিরোধক ব্যবস্থা শিথিল করা, যা বিশ্ব অর্থনীতির দ্রুত উন্নয়নে সুবিধা দেবে। চলতি বছর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার অন্তত ৫.২ শতাংশ হবে বলে ধারণা করেছে সংস্থাটি, যা গত অক্টোবর মাসের ৪.৪ শতাংশের চেয়ে বেশি।

সেই সঙ্গে, বিশ্বের মুদ্রাস্ফীতি কিছুটা কমবে বলে মনে করে আইএমএফ, ভোক্তা মুদ্রাস্ফীতি ২০২২ সালের ৮.৮ শতাংশ থেকে ২০২৩ সালে ৬.৬ শতাংশে নামবে; আর ২০২৪ সালে তা ৪.৩ শতাংশ হবে। বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অনেক ঝুঁকি প্রশমিত হয়েছে, অনেক অর্থনৈতিক সত্তার প্রয়োজনীয় চাহিদা পূরণ করা সম্ভব হয়েছে, যা অর্থনীতিকে চাঙ্গা করবে।

(সুবর্ণা/তৌহিদ/রুবি)