যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরীয় প্রতিরক্ষামন্ত্রীদ্বয়ের বৈঠক অনুষ্ঠিত
2023-02-01 13:51:25

ফেব্রুয়ারি ১: গতকাল (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী লি জং-সুপের সঙ্গে সিউলে সাক্ষাত করেছেন। সাক্ষাতের পর প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, চলতি বছর ‘উত্তর কোরিয়ার অস্ত্রের উন্নয়ন ও যুদ্ধ প্রতিরোধ করার জন্য দু’দেশ যৌথ সামরিক মহড়া সম্প্রসারণ করবে এবং পরমাণু হুমকি রোধ পরিকল্পনা জোরদার করবে। ইয়োনহাপ বার্তা সংস্থার খবরে বলা হয়, অস্টিন দক্ষিণ কোরিয়ায় আরো বেশি কৌশলগত মার্কিন অস্ত্র মোতায়েনের প্রতিশ্রুতি দিয়েছেন।

এ ছাড়া অস্টিন বলেন, দক্ষিণ কোরিয়ার প্রতি মার্কিন সহায়তা প্রতিরক্ষা প্রতিশ্রুতি বেশ দৃঢ়। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় পঞ্চম প্রজন্মের জঙ্গি বিমান এবং ‘রোনাল্ড রিগান’ পারমাণবিক ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করেছে। পাশাপাশি, আরো বেশি অস্ত্র পাঠিয়ে দেশটির সঙ্গে সমন্বয় ও যোগাযোগ বাড়াবে।

(প্রেমা/তৌহিদ/ছাই)