বিজ্ঞানসম্মত, নিরাপদ ও স্বচ্ছ উপায়ে পারমাণবিক বর্জ্যপানি ব্যবস্থাপনা করতে জাপানকে চীনের তাগিদ
2023-02-01 18:33:46

ফেব্রুয়ারি ১: বিজ্ঞানসম্মত, নিরাপদ, ও স্বচ্ছতার ভিত্তিতে, ফুকুশিমার পারমাণবিক বর্জ্যপানি ব্যবস্থাপনা করতে, জাপানকে আবারও তাগিদ দিয়েছে চীন। আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ কথা বলেন।

মুখপাত্র বলেন, সমুদ্রে বর্জ্যপানি ফেলার বিরূপ প্রতিক্রিয়া কী হবে, সে সম্পর্কে জাপান এখনও কোনো বিজ্ঞানসম্মত তথ্য-উপাত্ত হাজির করেনি। আন্তর্জাতিক সমাজের উদ্বেগকেও জাপান দৃশ্যত আমলে নিচ্ছে না।

উল্লেখ্য, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-র প্রযুক্তিগত কর্মগ্রুপ গত ১৬ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত জাপানের ফুকুশিমার পারমাণবিক বর্জ্যপানি ব্যবস্থাপনা নিয়ে তদন্ত করে। আগামী তিন মাসের মধ্যে রিপোর্ট প্রকাশিত হবে বলে জানা গেছে। (লিলি/আলিম/রুবি)