চীনে সাংস্কৃতিক ও পর্যটন বাজার পুনরুদ্ধার
2023-02-01 19:12:36

ফেব্রুয়ারি ১: নতুন বছরে চীনের সাংস্কৃতিক ও পর্যটন বাজার অনেকাংশে পুনরুদ্ধার হয়েছে।  জাতীয় চলচ্চিত্র ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী, ৩১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত, ২০২৩ সালের জানুয়ারি মাসে বক্স অফিস ১০০০ কোটি ইউয়ান ছাড়িয়েছে, যা একটি নতুন রেকর্ড।

পাশাপাশি চীনের নানা জায়গায় অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য ও লোককাহিনীভিত্তিক সাংস্কৃতিক পরিবেশনাগুলোর প্রতিও মানুষের আকর্ষণ বাড়ছে। পরিসংখ্যান অনুযায়ী, বসন্ত উত্সবের ৭ দিনের জাতীয় ছুটিতে চীনে মোট ৯৪০০টি বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয়েছে, যা ২০২২ সালের তুলনায় ৪০.২৯ শতাংশ বেশি। (শিশির/আলিম/রুবি)

লণ্ঠন উত্সব চলাকালে, জাতীয় থিয়েটারে নাটক, নৃত্যনাট্য এবং শিশুদের গীতিনাট্যের মতো বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয়

বসন্ত উত্সবে চীনের জাতীয় শিল্প জাদুঘরে প্রতিদিন দশর্কের সংখ্যা ছিল ৬০০০ জন করে

 

বসন্ত উত্সবের পর লোকসংস্কৃতি-বিষয়ক ভ্রমণ জনপ্রিয় হয়ে ওঠে। পাশাপাশি, অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যভিত্তিক অনুষ্ঠানের মাধ্যমে পর্যটকদের সামনে সংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ  প্রক্রিয়াও তুলে ধরা হয়