আফ্রিকার ঋণ সমস্যার মূলে উন্নয়ন সমস্যা রয়েছে: চীনা মুখপাত্র
2023-02-01 13:59:32

ফেব্রুয়ারি ১: গতকাল (মঙ্গলবার) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জাম্বিয়ার ঋণ পুনর্গঠন সমস্যার বিষয়ে বলেন, জি-টুয়েন্টির ‘অভিন্ন কাঠামোতে’ জাম্বিয়ার ঋণ সমস্যা সমাধানে চীন গঠনমূলক কাজ করেছে। তিনি জোর দিয়ে বলেন, আফ্রিকার ঋণ সমস্যার মূলে রয়েছে উন্নয়ন সমস্যা।

এর আগে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের বক্তব্যের জবাবে তিনি বলেন, জাম্বিয়ার অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুসারে, বর্তমানে দেশটিতে বিদেশি ঋণের মধ্যে বহুপাক্ষিক আর্থিক সংস্থার ঋণ ২৪ শতাংশ, পশ্চিমা বাণিজ্যিক ঋণদাতার ঋণ ৪৬ শতাংশ, তারাই জাম্বিয়ার ঋণমুক্তির চাবিকাঠি। তিনি জোর দিয়ে বলেন, চীন আফ্রিকান দেশগুলোতে অর্থায়নে সহযোগিতা করে, তাদের নিজের-টেকসই উন্নয়নের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য দেয়। চীন নিজস্ব আর্থিক ও প্রযুক্তিগত সুবিধা দিয়ে আফ্রিকান দেশের অবকাঠামো ও উত্পাদনশীল প্রকল্প নির্মাণে অনেক সাহায্য করেছে, স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন ও গণজীবিকার উন্নয়ন বাস্তবায়ন করেছে। 

(তুহিনা/তৌহিদ/শিশির)