চীনা কোম্পানিগুলোকে দমনের মার্কিন অপচেষ্টার বিরোধিতা করে বেইজিং: চীনা মুখপাত্র
2023-01-31 18:21:21

জানুয়ারি ৩১: চীন দৃঢ়ভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ধারণার সাধারণীকরণ, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, এবং চীনা কোম্পানিগুলোকে দমনের অপচেষ্টার বিরোধিতা করে। আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ কথা বলেন।

বাইডেন প্রশাসন চীনা কোম্পানি হুয়াওয়ের বিরুদ্ধে নতুন দমনমূলক ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করছে মর্মে প্রকাশিত সাম্প্রতিক খবরের প্রতিক্রিয়ায় মুখপাত্র মাও নিং আরও বলেন, যুক্তরাষ্ট্রের এহেন আচরণ বাজার-অর্থনীতি ও আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের আচরণ মার্কিন ব্যবসা-পরিবেশ সম্পর্কে আন্তর্জাতিক সমাজকে আরও বেশি সন্দিহান করবে।

মুখপাত্র বলেন, চীন দৃঢ়ভাবে চীনা কোম্পানিগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করবে। (লিলি/আলিম/রুবি)