উদ্বেগজনক পরিস্থিতি প্রশমনে ফিলিস্তিন ও ইসরায়েলকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
2023-01-31 11:41:26

জানুয়ারি ৩১: গতকাল (সোমবার) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন জেরুজালেমে ফিলিস্তিন ও ইসরায়েলকে জরুরি পদক্ষেপ নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি প্রশমন করার আহ্বান জানিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্র ফিলিস্তিন-ইসরায়েল সমস্যা সমাধানের ‘দু’রাষ্ট্র পরিকল্পনাকে’ সমর্থন দেওয়ার কথা পুনরায় ঘোষণা করেছেন।

এদিন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র সঙ্গে বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে ব্লিঙ্কেন বলেন, দু’পক্ষের জন্য ‘নিরাপদ’ পরিবেশ সৃষ্টি করা উচিত। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা একটি সঠিক পদ্ধতি।

সাংবাদিক সম্মেলনে নেতানিয়াহু বলেন, বৈঠকে তিনি ব্লিঙ্কেনের সঙ্গে এতদাঞ্চলে ইরানের হুমকি নিয়ে আলোচনা করেছেন। ইরানের পরমাণু অস্ত্র অর্জনকে সর্বোচ্চ বাধা দেবে ইসরায়েল। ইসরায়েল অব্যাহতভাবে আরব দেশগুলোর সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বাস্তবায়ন জোরদার করতে চায়।

(প্রেমা/তৌহিদ/ছাই)