‘দূরে যাওয়া যাক’
2023-01-31 15:03:48

প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান ‘সুরের ধারায়’ আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েই ফেইফেই।

প্রতি সপ্তাহের এ সময়টা আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ, এ সময় আমি আপনাদের সঙ্গে সংগীতের মাধ্যমে মনের কিছু কথা বলতে পারি। বেইজিং ও বাংলাদেশের মধ্যে ভৌগোলিক দূরত্ব অনেক বেশি হলেও সংগীতের কোনো সীমানা নেই। আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে মনে হয়, আমি যেন আপনাদের সঙ্গেই আছি। এটি আমার জন্য খুব সুন্দর মুহূর্ত। আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন গানের ভুবনে।

 

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুই চিয়া ইং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

সুই চিয়া ইং, ১৯৮৪ সালের ২০ ডিসেম্বর চীনের তাইওয়ান প্রদেশের হুয়ালিয়ান জেলায় জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ান প্রদেশের পপ সংগীত মহলের একজন নারী কণ্ঠশিল্পী ও গীতিকার।

২০০৮ সালে সুই চিয়া ইং তাইওয়ান প্রদেশের ‘সুপার বড় তারকা’ নামের নতুন কণ্ঠশিল্পীর প্রতিযোগিতায় অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে পা রাখেন। ২০০৯ সালে সুই চিয়া ইং-এর প্রথম অ্যালবাম প্রকাশিত হয়। এর নাম ‘সুই চিয়া ইং-এর প্রথম স্বরচিত অ্যালবাম’।

বন্ধুরা, এখন শুনুন সুই চিয়া ইং-এর কণ্ঠে ‘দূরে যাওয়া যাক’ নামের গানটি। এই গানের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন চীনের পুরুষ কণ্ঠশিল্পী চিন জি ওয়েন। গানের কথাগুলো এমন: আমি এই পথে হাজার পাহাড় ও কোটি কোটি নদী দেখেছি। আমার পা-এর চিহ্ন পুরো দেশে পড়েছে। সূর্যালোক, প্রচুর বাতাস, আমি কেয়ার করি না। পথের পাশের সে গোলাপ ফুল, অনেক লাল। মোবাইল ফোন বন্ধ করে, সব ঝামেলা উপেক্ষা করি। ভোর থেকে রাত পর্যন্ত হাঁটি, কখনই ক্লান্ত হই না। যদি বাতাসের দিকে উড়ি, আকাশ থেকে এই বিশ্বকে দেখি, কত সুন্দর মনে হয়।

আচ্ছা, শুনুন এই মনোমুগ্ধকর গান।

 

বন্ধুরা, এখন শুনুন সুই চিয়াং ইং-এর গান ‘বৃষ্টি আসছে’। গানের কথায় বলা হয়, দেখবো না, দেখবো না, সেই মানুষের সঙ্গে। কোন সালে, কোনো দেখায়, প্রেমে পড়েছি। তবে, এমন অনুভূতি মুহূর্তে চলে যায়। একজনের ভালোবাসাতে পুরো জীবন লাগে, কিন্তু নিজেও বোঝে না। এখন পুরো শহর জানে, আর ব্যাখ্যার দরকার আছে কি? গোটা দুনিয়ার ওষুধ ব্যবহার করলেও, মানুষের মনের প্রেমের দুঃখ দূর করা যায় না। পরের বছর প্রত্যেক গল্প, আসলে একই।

আচ্ছা, শুনুন এই প্রেমের গান।

 

প্রিয় বন্ধুরা, এখন আপনাদের শোনাবো সুই চিয়া ইং-এর কণ্ঠে ‘এই পর্যন্ত’ নামের গানটি। গানের কথাগুলো এমন: ভালোভাবে বিদায় দেওয়া, ভুলে যাওয়া উচিত। তুমি তোমার প্রেম খুঁজে পেয়েছো। আমি কিন্তু কাঁদতে থাকি। সবসময় তোমাকে মিস করি। তবে এখন আমার কোনো অধিকার নেই, তোমাকে পুরানো সময়ের গল্প বলার সাহস নেই।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, তবে বিদায় দেয়ার আগে আপনাদের শোনাতে চাই সুই চিয়া ইং-এর আরেকটি সুন্দর গান, গানের নাম ‘গাছের কণ্ঠ’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুই চিয়া ইং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)