চীনে সেমিকন্ডাক্টর সরঞ্জাম রপ্তানিতে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও নেদারল্যান্ডস
2023-01-31 10:58:53

জানুয়ারি ৩১: গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, চীনে সেমিকন্ডাক্টর সরঞ্জামের রপ্তানি বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও নেদারল্যান্ডস। এ আচরণ পরস্পরের জন্য ক্ষতিকর এবং বিশ্বের উত্পাদন ও সরবরাহ চেইনের স্থিতিশীলতাও লঙ্ঘন করছে।

চীনা মুখপাত্র বলেন, নিজের আধিপত্য ও স্বার্থ রক্ষায় রপ্তানি নিষেধাজ্ঞার অপব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি, অন্যান্য দেশকে বঞ্চিত করেছে এবং চীনকে বাধা দিয়েছে দেশটি। আর্থ-বাণিজ্যিক ইস্যুর রাজনীতিকরণ গুরুতরভাবে বাজার নিয়ম ও আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক শৃঙ্খলা নষ্ট করেছে, চীন এর দৃঢ় প্রতিবাদ জানায়। ব্যবসা ও শিল্প মহলের অনেক ব্যক্তি মনে করেন, রপ্তানি নিষেধাজ্ঞার অপব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে নব্যতাপ্রবর্তনের ওপর নেতিবাচক প্রভাব পড়বে; যা পরস্পরের জন্য ক্ষতিকর।

তিনি জোর দিয়ে বলেন, নিজের বৈধ অধিকার সংরক্ষণের প্রচেষ্টা চালাবে চীন। সংশ্লিষ্ট দেশের উচিত নিজের স্বার্থ ও আন্তর্জাতিক সমাজের অভিন্ন স্বার্থ বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নেওয়া।

(সুবর্ণা/তৌহিদ/রুবি)