থাইল্যান্ডের ‘গোল্ডেন জিনারি অ্যাওয়ার্ড’ জিতে নিল সিএমজি’র অনুষ্ঠান
2023-01-31 15:35:59

জানুয়ারি ৩১: থাইল্যান্ডের অষ্টম ‘গোল্ডেন জিনারি অ্যাওয়ার্ড’ জিতেছে ‘চীনের সন্ধানে’ শীর্ষক একটি অনুষ্ঠান। চায়না মিডিয়া গ্রুপ (সিএসজি)-র এশিয়া ও আফ্রিকা প্রচারকেন্দ্র এবং থাই ন্যাশনাল টেলিভিশনের যৌথ প্রযোজনায় অনুষ্ঠানটি নির্মিত হয়।

এবারই প্রথম থাইল্যান্ডের এই গুরুত্বপূর্ণ পুরস্কারটি জিতলো কোনো বিদেশী গণমাধ্যমের নির্মিত অনুষ্ঠান। অনুষ্ঠানটি থাই দর্শকদের সামনে প্রকৃত ও বাস্তব চীনকে তুলে ধরেছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

‘চীনের সন্ধানে’ ২০২২ সালের এপ্রিল মাসে প্রচার শুরু হয়। শুরু থেকেই থাই দশর্করা এর সম্পর্কে ইতিবাচক মন্তব্য করতে থাকেন। থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও থাই-চীনা সংস্কৃতি উন্নয়ন কমিটির চেয়ারম্যান ফিনিজ জারুসম্বাট বলেন, এ অনুষ্ঠানটি গুণগত মানসম্পন্ন। এতে পশ্চিমা দেশগুলো কর্তৃক বর্ণিত চীন থেকে সম্পূর্ণ এক আলাদা চীনের সন্ধান পাওয়া যায়। (রুবি/আলিম/শিশির)