২০২২ সালে জিডিপিতে চীনের শীর্ষ শহর সাংহাই, বেইজিং এবং শেনচেন
2023-01-31 17:26:56

জানুয়ারি ৩১, সিএমজি বাংলা ডেস্ক: জিডিপির দিক থেকে গত বছর শীর্ষ তিন চীনা শহর ছিল সাংহাই, বেইজিং ও শেনচেন। চীনা নিউজ পোর্টাল জিমিয়ান মঙ্গলবার এ খবর দিয়েছে।

৪.৪৭ ট্রিলিয়ন ইউয়ান (৬৬০.১৮ বিলিয়ন ডলার) জিডিপি নিয়ে সাংহাই প্রথম স্থানে, ৪.১৬ ট্রিলিয়ন ইউয়ান নিয়ে বেইজিং দ্বিতীয় এবং ৩.২৪ ট্রিলিয়ন ইউয়ান জিডিপি নিয়ে শেনচেন তৃতীয় স্থানে রয়েছে।

কুয়াংচৌকে পিছনে ফেলে ছোংছিং ২০২২ সালে প্রথমবারের মতো চতুর্থ স্থান অধিকার করেছে। কুয়াংচৌ পঞ্চম আর সুচৌ ষষ্ঠ স্থানে রয়েছে। সপ্তম স্থানটি দখল করেছে ছেংদু।

২০২২ সালে ছোংছিংয়ের জিডিপি ২.৬ শতাংশ বেড়ে ২.৯১ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে এবং একই সময়ে কুয়াংচৌয়ের জিডিপি ১ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি নিয়ে ২.৮৮ ট্রিলিয়ন ইউয়ান হয়েছে। 

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের একজন অর্থনৈতিক বিশ্লেষক সু তিয়ানচেন বলেছেন, মধ্য ও দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে দেখলে, ছোংছিংয়ের মাথাপিছু জিডিপি কুয়াংচৌর অর্ধেক হওয়ায় এর বৃদ্ধির সম্ভাবনা বেশি।

এক ট্রিলিয়ন ইউয়ানের জিডিপি একটি শক্তিশালী অর্থনৈতিক শহরের সূচক এবং স্থানীয় সরকারের তথ্য অনুসারে চীনে এরকম ২৪টি শহর রয়েছে।

এটি ইঙ্গিত দেয় যে চীন কোভিড-১৯ মহামারীর প্রভাব সত্ত্বেও বিশ্বব্যাপী বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ ইঞ্জিন হিসেবে রয়ে গেছে।

হাশিম/শান্তা