নেদারল্যান্ডস, সৌদি আরব ও আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনালাপ করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী
2023-01-31 10:59:52

জানুয়ারি ৩১: গতকাল (সোমবার) নেদারল্যান্ডসের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী পিত হুকস্ত্রা, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরোর সঙ্গে ফোনালাপ করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ছিন কাং।

নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে ছিন কাং বলেন, চীন ও নেদারল্যান্ডসের সঙ্গে বিভিন্ন পর্যায়ের বিনিময় বজায় রাখতে চায়; যাতে উন্মুক্ত ও বাস্তব দ্বিপক্ষীয় সার্বিক সহযোগী অংশীদারি সম্পর্ক উন্নত করা যায়। জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন খাতের সহযোগিতা জোরদার করতে চায় বেইজিং, যাতে যৌথভাবে সুশৃঙ্খল আন্তর্জাতিক বাণিজ্যিক পরিবেশ গঠন করা যায়।

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনালাপে ছিন কাং বলেন, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং সুষ্ঠুভাবে সৌদি আরব সফর করেছেন, যা চীন ও আরব দেশগুলোর সঙ্গে সহযোগিতার সুষ্ঠু ভিত্তি স্থাপন করেছে। চীন আরব দেশগুলোর শীর্ষসম্মেলনের সাফল্য বাস্তবায়ন এবং জিসিসি-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত অংশীদারি সম্পর্ক জোরদারের চেষ্টা করবে।

 

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে ছিন কাং বলেন, চীন ও আজের্ন্টিনা ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার দেশ। চীন দ্বিপক্ষীয় সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্কের অগ্রগতি অর্জনে চেষ্টা করবে এবং যৌথভাবে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ এগিয়ে নেবে।

 

তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীগণ চীনের সঙ্গে বিভিন্ন খাতে সহযোগিতা ও বিনিময় জোরদারের প্রত্যাশা করেছেন। সমুদ্রে জাপান সরকারের পারমাণবিক দূষিত পানি নিষ্কাশনের ব্যাপারে নেদারল্যান্ডসের সঙ্গে মতবিনিময় করেছে চীন; যা মানবস্বাস্থ্য ও সামুদ্রিক পরিবেশের জন্য ক্ষতিকর। দু’পক্ষ এ বিষয়ে যোগাযোগ রাখতে একমত হয়েছে।

(সুবর্ণা/তৌহিদ/রুবি)