জানুয়ারি ৩১: নাইজেরিয়ায় গুরুত্বপূর্ণ দুটি নতুন প্রকল্প বাস্তবায়ন দেশটির অর্থনীতির উন্নয়নে নতুন সুযোগ সৃষ্টি করেছে। পাশাপাশি, এ প্রকল্পগুলো নতুন বছরে চীন-আফ্রিকা বাস্তব সহযোগিতার প্রতীক। আজ (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।
বসন্ত উত্সব চলাকালে, চীনা প্রতিষ্ঠান কর্তৃক নির্মিত নাইজেরিয়ার ‘লেকি ডিপ ওয়াটার পোর্ট’ এবং ‘লাগোস লাইট রেল’ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শেষ হয়। এ দুটি প্রকল্প দেশের উন্নয়নে তাত্পর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি।
এ প্রসঙ্গে চীনা মুখপাত্র মাও নিং বলেন, নাইজেরিয়ার লেকি গভীর সমুদ্রবন্দর পশ্চিম আফ্রিকার প্রথম গভীর সমুদ্রবন্দর। এ বন্দর ৩৬ হাজার কোটি মার্কিন ডলারের অর্থনৈতিক মূল্য সৃষ্টি এবং ১.৭ লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে। আর লাগোস লাইট রেল চালু হওয়ার ফলে স্থানীয় সড়ক যোগাযোগ অবকাঠামোর ওপর চাপ কমবে ও বায়ুদূষণ হ্রাস পাবে।
মাও নিং আরও বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিন কাং নতুন বছরের শুরুতে আফ্রিকা সফরকালে বলেন, চীন আফ্রিকার সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে। চীন-আফ্রিকা বন্ধুত্ব জোরদারে চীন বরাবর যা বলে, তা করে।
মুখপাত্র বলেন, নতুন শতাব্দিতে আফ্রিকায় ৬ হাজার কিলোমিটার রেলপথ, ৬ হাজার কিলোমিটার সড়কপথ, প্রায় ২০টি নৌবন্দর এবং ৮০টিরও বেশি বৈদ্যুতিক ব্যবস্থাপনা নির্মাণ করেছে চীন। তা ছাড়া ১৩০টিরও বেশি হাসপাতাল ও ক্লিনিক, ১৭০টিরও বেশি স্কুল, ৪৫টি স্টেডিয়াম এবং ৫০০টিরও বেশি কৃষি প্রকল্পে সহযোগিতা করেছে চীন, যা আফ্রিকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। (রুবি/আলিম/শিশির)