সহজ চীনা ভাষা: পাই চু ই’র জন্য কবিতা
2023-01-31 11:31:36

বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এর শিরোনাম ‘পাই চু ই’র জন্য কবিতা’। বন্ধুরা, প্রথমে এই পাঠের অর্থ আপানদেরকে জানিয়ে দিচ্ছি। এই পাঠ হল চীনের থাং রাজবংশের বিখ্যাত কবি লিউ ইয়ু সি অন্য একজন বিখ্যাত কবি পাই চু ই’র জন্য লেখা একটি কবিতা। তারা এবং কবি ওয়েই ইং উ একসঙ্গে থাং রাজবংশের ‘তিন মহান কবি’ হিসেবে পরিচিত। লিউ ইয়ু সি ও পাই চু ই একই বছরে জন্মগ্রহণ করেন। তাদের উচ্চ মানের সাহিত্যিক প্রতিভা দেখা যায়। তারা সরকারে কাজ করেন এবং রাজনৈতিক সংগ্রামে জড়িত থাকার কারণে পদত্যাগ করেন। ৫৪ বছর বয়সে তারা ইয়াংচৌ শহরে প্রথমবারের মত পরিচিত হন। একই ধরণের অভিজ্ঞতার জন্য তারা প্রথম পরিচয়েই ভালো বন্ধু হয়ে যান এবং পরস্পরের জন্য কবিতা লিখেন।

 লিউ ইয়ু সি পাই চু ই’র জন্য লিখিত এই কবিতার ভাবানুবাদ অনেকটা এমন: পদত্যাগ হওয়ার পর আমি দূরবর্তী ও জনশূন্য জায়গায় ২৩ বছর কাটিয়েছি। আমি বন্ধুর বাঁশির সুর খুব মিস করি। আবার পরিচিত জায়গায় ফিরে বিস্মিত হয়ে দেখি- সবকিছু অন্য রকম হয়ে গেছে।  ডুবে যাওয়ার নৌকার পাশ দিয়ে অসংখ্য নৌকা চলে গেছে। শুকিয়ে যাওয়ার গাছের সামনে অনেক নতুন গাছ বড় হচ্ছে। আজ তুমি ও তোমার কবিতা দেখে অনেক খুশি ও উত্সাহিত হই। দেখা যায় কবিতায় লেখক দুর্ভাগ্যজনক অভিজ্ঞতা লিখলেও দুঃখের অনুভূতি প্রকাশ করেননি। তিনি বয়ে চলা নৌকা ও প্রাণবন্ত গাছ দিয়ে নতুন আশা প্রকাশ করেছেন। তিনি নিজের উদার, খোলা ও ইতিবাচক মন প্রকাশ করেছেন। তার এই কবিতাও অনেক মানুষকে উত্সাহিত করেছে।

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

赠送 zèng sòng দেওয়া/পাঠানো  赠送礼物 zèng sòng lǐ wù উপহার দেওয়া 赠送纪念品zèng sòng jì niàn pǐn স্যুভেনির দেওয়া 赠送献花zèng sòng xiān huā ফুল পাঠানো  他写了一首诗赠送友人  tā xiě le yì shǒu shī zèng sòng yǒu rén তিনি একটি কবিতা লিখে বন্ধুকে দিয়েছে।

度过 dù guò কাটানো  度过困境dù guò kùn jìng  বিপদ কাটানো 度过幸福的童年dù guòxìng fú de tóng nián সুখী শৈশব কাটানো 我度过了愉快的一天 wǒ dù guò le yú kuài de yì tiān আমি একটি খুশির দিন কাটিয়েছি 他们去南方度过了冬天 tā mén qù nán fāng dù guòle dōng tiān তারা দক্ষিণাঞ্চলে গিয়ে শীতকাল কাটিয়েছে।

朗诵 lǎng sòng আবৃত্তি করা 朗诵诗歌lǎng sòng shī gē কবিতা আবৃত্তি করা 朗诵文章 lǎng sòng wén zhāng  প্রবন্ধ পড়া 朗诵古兰经lǎng sòng gǔ lán jīng কুরআন পাঠ/তিলাওয়াত করা

振奋 zhèn fèn  উত্তেজনা/উত্সাহিত 令人振奋的消息  lìng rén zhèn fèn de xiāo xi উত্তেজনাময়/উত্সাহব্যাঞ্জক খবর  振奋精神 jīng shén মন উত্সহিত করা 他们的表演令人振奋 tā mén de biǎo yǎn lìng rén zhèn fèn তাদের পারফর্ম্যান্স খুব উত্সাহব্যাঞ্জক