বসন্ত উৎসবকালীন ভ্রমণ বেড়েছে চীনে
2023-01-31 17:15:06

জানুয়ারি ২৪, সিএমজি বাংলা ডেস্ক: বিভিন্ন ধরনের প্রচারণা এবং অগ্রাধিকারমূলক নীতি প্রবর্তনের ফলে এই বছর সাত দিনের বসন্ত উৎসবের ছুটিতে চীনজুড়ে ভ্রমণ বেড়ছে ব্যাপক হারে। স্থানীয় পর্যটন কর্তৃপক্ষ-প্রকাশিত পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।

পরিসংখ্যানে দেখা যায়, গত ২১ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত ইয়ুননান, চেচিয়াং ও চিয়াংসুসহ বেশ কয়েকটি প্রদেশে ভ্রমণকারীর সংখ্যা কোভিড-১৯ পূর্ববর্তী বছর অর্থাৎ ২০১৯ সালের সংখ্যাকে ছাড়িয়ে গেছে।

চেচিয়াং প্রাদেশিক সংস্কৃতি ও পর্যটন বিভাগ থেকে শনিবার প্রকাশিত ‘২০২৩ সালের বসন্ত উৎসবের ছুটির সময় পর্যটন পরিস্থিতি বিশ্লেষণ’ প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের বসন্ত উৎসবে ২ কোটি ৫৩ লাখ ভ্রমণ হয়েছে সেখানে। বার্ষিক হারে এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ৪৩ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এবছর প্রদেশের পর্যটন আয় বার্ষিক হারে ৩৬ দশমিক ১ শতাংশ বেড়ে ৩ হাজার ২৯০ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। সপ্তাহব্যাপী ছুটির সময় পরিবহনে পর্যটকদের মাথাপিছু গড় ব্যয় ছিল ১ হাজার ৩০০ ইউয়ানের বেশি।

রহমান/শান্তা