পশ্চিমা গোষ্ঠী রুশ তেলের দাম নির্ধারণ করায় মস্কোর পাল্টা ব্যবস্থা
2023-01-31 11:29:25

জানুয়ারি ৩১: পাশ্চাত্য দেশগুলো রাশিয়ান তেলের দাম বেঁধে দেওয়ার বিষয়ে আগে একটি আদেশ স্বাক্ষর করেছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। গতকাল (সোমবার) রুশ আইন তথ্য ওয়েবসাইটে প্রকাশিত একটি নথিতে সেই আদেশ বাস্তবায়নের পদ্ধতি বিস্তারিত বলা হয়েছে।

এতে বলা হয়, রাশান জ্বালানি মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় একমত হয়েছে যে, পয়লা মার্চের আগে রাশিয়া থেকে রফতানিকৃত তেলের দাম তত্ত্বাবধান প্রক্রিয়া শুরু করা হবে। যেসব ব্যক্তি ও কোম্পানি রাশিয়াতে তেল রফতানি করে, তারা তেলের দাম লঙ্ঘন করলে তাদের বিষয়ে শুল্ক বিভাগে রিপোর্ট করতে হবে।

রুশ জ্বালানি মন্ত্রণালয় ১০ জানুয়ারি বলেছে, যে কোনো উপায়ে তেলের দাম নির্ধারণ করা ব্যক্তি ও কোম্পানির সঙ্গে ব্যবসা করা যাবে না। বাজারব্যবস্থায় পাশ্চাত্য দেশগুলোর অবৈধ হস্তক্ষেপ বিশ্ব জ্বালানি নিরাপত্তা ও স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলেছে। সংশ্লিষ্ট দেশের উচিত এর বিরোধিতা করা।

(তুহিনা/তৌহিদ/শিশির)