চীনের বিরুদ্ধে কয়েকটি দেশের বৈষম্যমূলক ইমিগ্রেশননীতির পাল্টা ব্যবস্থা নেবে বেইজিং: মুখপাত্র
2023-01-31 19:01:16

জানুয়ারি ৩১: চীনের বিরুদ্ধে কয়েকটি দেশের গৃহীত বৈষম্যমূলক ইমিগ্রেশননীতির পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে বেইজিং। আজ (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং রাজধানীতে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

মাও নিং বলেন, নভেল করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণব্যবস্থা শিথিল করায়, কয়েকটি দেশ অযৌক্তিক ও অবৈজ্ঞানিকভাবে চীনা পর্যটকদের জন্য ইমিগ্রেশন নীতিমালা পরিবর্তন করেছে।  চীন এসব দেশকে নতুন বাস্তবতা বোঝানোর চেষ্টা করেছে এবং চীনের মহামারী পরিস্থিতি ব্যাখ্যা করেছে। তথাপি, এসব দেশ তাদের বৈষম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেনি। এটা দুঃখজনক, চীনের এর তীব্র প্রতিবাদ জানায়।

মাও নিং আরও বলেন, চীন বরাবরই মহামারী নিয়ে রাজনীতি করার বিরোধিতা করে আসছে। চীন বিভিন্ন দেশের সঙ্গে দেশি-বিদেশি পর্যটকদের যাতায়াত নির্বিঘ্ন করতে যৌথ প্রচেষ্টা চালাতে আগ্রহী। (রুবি/আলিম/শিশির)