কোভিড মহামারী এখনও ‘আন্তর্জাতিক জনস্বাস্থ্যের জরুরি উদ্বেগ’: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
2023-01-31 11:40:41

জানুয়ারি ৩১: গতকাল (সোমবার) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এক বিবৃতিতে বলছে, কোভিড মহামারী প্রায় নিয়ন্ত্রণের মধ্যে এলেও এখনও তা ‘আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি উদ্বেগ’।

গত ২৭ জানুয়ারি হু’র জরুরি কমিটিতে কোভিড মহামারীর নিয়মিত ত্রৈমাসিক মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়। বিবৃতিতে কমিটি মহাসচিবের কাছে বর্তমান মহামারী পরিস্থিতি এবং ভবিষ্যতে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নিয়ে বেশ কিছু প্রস্তাব দেয়।

কমিটি বলছে, কোভিড এখনও এক ধরনের বিপজ্জনক সংক্রামক রোগ, মানবস্বাস্থ্য এবং বিভিন্ন দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপর গুরুতর ক্ষতি সৃষ্টি করছে। একবার আক্রান্ত হওয়া অথবা টিকাদানের কারণে রোগের হার ও মৃত্যু হার কমলেও  ভবিষ্যতে কোভিড রোগ মানবজাতি ও পশুপাখির মধ্যে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।

(প্রেমা/তৌহিদ/ছাই)