টানা ১৪ বছর বিশ্বে শীর্ষে চীনের নিংপো চৌশান বন্দরের কার্গো থ্রুপুট
2023-01-31 19:54:00

জানুয়ারি ৩১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের পূর্বাঞ্চলীয় চেচিয়াং প্রদেশের নিংপো চৌশান বন্দরের কার্গো থ্রুপুট, ২০২২ সালে ১.২৫ বিলিয়ন টন ছাড়িয়েছে। এ নিয়ে টানা ১৪তম বছরে বিশ্বব্যাপী প্রথম স্থানে রয়েছে ব্যস্ততম এ বন্দরটি।

এর সমুদ্র-রেল ইন্টারমোডাল কনটেইনার পরিবহন পরিষেবাও ২০২২ বড় আকারে বেড়ে প্রথমবারের মতো ১.৪৫ মিলিন টিইইউ হয়েছে যা আগের বছরের চেয়ে ২০ শতাংশ বেশি।  

২০২২ সালের শেষ নাগাদ সমুদ্রপথে ৩০০টি বন্দরের সঙ্গে নিংপোর যোগাযোগ রুট ছিল।

হাশিম/শান্তা