খরগোসবর্ষের প্রথম লেনদেন দিবসে চীনের সকল শেয়ারবাজারে চাঙ্গাভাব
2023-01-30 18:28:30

জানুয়ারি ৩০: আজ (সোমবার), চান্দ্রপঞ্জিকার খরগোসবর্ষের প্রধম লেনদেন দিবসে, চীনের সকল শেয়ারবাজারে ছিল চাঙ্গাভাব। এদিন তিনটি প্রধান সূচক ছিল উর্ধ্বমূখী। বিশ্লেষকদের মতে, বসন্ত উৎসবের সময় ভোগ বৃদ্ধি এবং সরকারের গৃহীত বিভিন্ন ইতিবাচক নীতির প্রভাব পড়েছে শেয়ারবাজারে।  

 

সোমবার শেয়ারবাজারে লেনদেনের শুরুতেই শাংহাই কম্পোজিট ইনডেক্স ১.৩৫ শতাংশ, শেনজেন কম্পোনেন্ট ইনডেক্স ২.০৮ শতাংশ এবং গ্রোথ এন্টারপ্রাইজ ইনডেক্স ২.৭৬ শতাংশ বেড়েছে। গাড়ি, ইলেক্ট্রনিক পণ্য, রেস্তোরাঁ ও পর্যটন, এবং সফ্টওয়ারসহ বিভিন্ন শেয়ারের মূল্য এ সময় সবেচয়ে বেশি বেড়েছে। (রুবি/আলিম/শিশির)