জানুয়ারি ৩০, সিএমজি বাংলা ডেস্ক : দক্ষিণ-পশ্চিম চীনের রুইলি শহরে গাছের ডালে শতাধিক ব্লসম-হেডেড বা ফুলের মতো ঝুঁটিবিশিষ্ট প্যারাকিট পাখির ভিডিও ফুটেজ প্রকাশ করেছে বন্যপ্রাণী কর্তৃপক্ষ। গত সপ্তাহে এ ভিডিওটি প্রকাশ করা হয়, যা চীনে পাখির উল্লেখযোগ্য সংখ্যা বৃদ্ধিকে তুলে ধরেছে।
ব্লসম-হেডেড প্যারাকিট একটি বিপন্ন প্রজাতির পাখি যা চীনের দ্বিতীয় শ্রেণীর জাতীয় বিশেষ সুরক্ষিত প্রাণীর তালিকাভুক্ত। এটি প্রায় এক শতাব্দী ধরে দেশে বিলুপ্ত প্রায় পাখি।
এর আগে অতীতের বিভিন্ন সময় দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশ এবং কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে এ পাখিটি প্রকৃতিতে উন্মুক্ত করা হয়। কিন্তু গত ২০ বছরে, ইউননানে বিক্ষিপ্তভাবে অল্প সংখ্যক ফুল মাথাওয়ালা প্যারাকিট পাওয়া গেছে।
কুয়াংতং প্রদেশের সুন ইয়াত-সেন ইউনিভার্সিটি স্কুল অফ লাইফ সায়েন্সের পাখি বিশেষজ্ঞ এবং অধ্যাপক লিউ ইয়াং জানান, সাম্প্রতিক রেকর্ড-সেটিং পর্যবেক্ষণ প্রমাণ করেছে যে চীনে প্যারাকিট পাখির সংখ্যা পুনরুদ্ধার হচ্ছে। অনেক মূল্যবান আলেকজান্দ্রিন প্যারাকিট, ধূসর-হেডেড প্যারাকিট, লাল প্যারাকিট এবং রোজ-রিংযুক্ত প্যারাকিট পাখিও রুইলিতে পরিলক্ষিত হয়েছে, যা চীনের একক অঞ্চলে প্যারাকিট প্রজাতির একটি নতুন রেকর্ড স্থাপন করেছে বলেও জানান তিনি।
লিউ আরো বলেন, নয় প্রজাতির প্যারাকিটের আবাসস্থল চীন এবং তাদের অর্ধেকেরও বেশি এই ছোট এলাকায় রেকর্ড করা হয়েছে, যা সত্যিই বিরল।
ঐশী/শান্তা