ইউক্রেনে অস্ত্র সরবরাহের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে: জার্মান চ্যান্সেলর
2023-01-30 15:29:19

জানুয়ারি ৩০: জার্মান চ্যান্সেলর ওলাফ শল্জ সম্প্রতি তথ্যমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ইউক্রেনে অস্ত্র সরবরাহের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে এবং রাশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে কাজ করতে হবে।

তিনি  বলেন,  এটা ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘর্ষ, জার্মানি এ যুদ্ধের অংশীদার নয়। পরিস্থিতি যাতে আরও খারাপ না-হয়, তা নিশ্চিত করতে বরং প্রচেষ্টা চালাচ্ছে জার্মানি। পাশাপাশি, রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার ওপরও গুরুত্ব দেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি জার্মানি ইউক্রেনে নির্দিষ্টসংখ্যক "লেপার্ড" প্রধান যুদ্ধট্যাঙ্ক সরবরাহের ঘোষণা দেয়। এর পরপরই ইউক্রেন জার্মানিকে যুদ্ধবিমান ও সাবমেরিনও সরবরাহ করার আহ্বান জানায়।  (শিশির/আলিম/রুবি)