জানুয়ারি ২৯, সিএমজি বাংলা ডেস্ক: টানা ৩ বছর কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াই করে মহামারী নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক উন্নয়নে বিশ্ব অর্থনীতির এক নেতৃস্থানীয় অবস্থানে জায়গা করে নিয়েছে চীন। চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের জাতীয় অর্থনীতি বিভাগের পরিচালক ইউয়ান দা এ সম্প্রতি এ মন্তব্য করেন।
২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত চীনের অর্থনীতির বার্ষিক গড় প্রবৃদ্ধি ছিলো ৪ দশমিক ৫ শতাংশ, যা বিশ্বের গড় প্রবৃদ্ধি ২ শতাংশকে ছাড়িয়ে গেছে।
২০২২ সালে চীনের অর্থনীতি বছরে ৩ শতাংশ বেড়ে সর্বোচ্চ রেকর্ড করছে ১২১ ট্রিলিয়ন ইউয়ান। যা একটি মাঝারি আকারের দেশের অর্থনৈতিক সমষ্টির সমতুল্য।
২০২০ ও ২০২১ সালে চীনের অর্থনীতির আকার দাঁড়ায় যথাক্রমে ১০০ ট্রিলিয়ন ইউয়ান ও ১১০ ট্রিলিয়ন ইউয়ান। সব মিলিয়ে এরইমধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে অবস্থান বজায় রেখেছে।
বিশ্লেষকরা বলছে, ভাইরাস নিয়ন্ত্রণ ও সময়োপযোগী নীতি কাঠামোর মাধ্যমে চীনের অর্থনীতি দ্রুত মন্দা থেকে বেরিয়ে এসেছে।
মিম/সাজিদ