চাঁদের আলোয় নাচ
2023-01-30 15:29:37

জানুয়ারি ৩০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ৫৬ জাতিগোষ্ঠীর অন্যতম মিয়াও জাতির সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। তাদের রয়েছে নানা রকম সাংস্কৃতিক উৎসব। এর অন্যতম হলো থিয়াওইয়ুয়ে। দক্ষিণ পশ্চিম চীনের কুইচোও প্রদেশের লোংলি কাউন্টির চুংফাই গ্রামে মিয়াও জাতির বাসিন্দারা উদযাপন করেন থিয়াওইয়ুয়ে উৎসব। রোববার এ উপলক্ষে তারা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে নাচগানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় মেতে ওঠেন। থিয়াওইয়ুয়ে শব্দের অর্থ চাঁদের আলোয় নাচ। চায়নিজ নিউ ইয়ার উদযাপনের একটি অংশ হিসেবে তারা এই এই বিশেষ রীতি পালন করেন।

থিয়াওইয়ুয়ে একটি সুপ্রাচীন ঐতিহ্যবাহী উৎসব। এখানে বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরের জন্য প্রার্থনা করা হয়। এটি তরুণ তরুণীদের জন্য পরষ্পরের প্রতি ভালোবাসা প্রকাশেরও একটি উৎসব। এই উৎসবে অনেকেই নিজের নিজের সঙ্গী খুঁজে পায়।

শান্তা/সাজিদ