জানুয়ারি ৩০: গ্যাংবুছুও হ্রদ ‘কাতিংসিমি’ নামে পরিচিত। এটি তিব্বতের শাননান অঞ্চলের লাংখাজি জেলার গ্যাবুকৌ অঞ্চলে অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫২০০ মিটার উঁচুতে অবস্থিত। শীতকালে গাংবুছুও হ্রদের বরফের স্তর কয়েক মিটার পুরু হয়। এর উপরিতল আয়নার মতো মসৃণ এবং নীল রঙের হয়।
(ইয়াং/তৌহিদ/ছাই)