সিনচিয়াংয়ে ৬.১ মাত্রার ভূমিকম্প, হয়নি হতাহত
2023-01-30 16:01:44

সিএমজি বাংলা ডেস্ক, জানুয়ারি ৩০:  ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে  চীনের সিনচিয়াংয়ে।

দেশটির ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ৮টার দিকে দেশটির উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের আকসু প্রিফেকচারের শায়া কাউন্টিতে ভূমিকম্পের তীব্রতা রেকর্ড করা হয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রটি ওই এলাকার ৪০  ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং ৮২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ৫০ কিলোমিটার গভীরে পর্যবেক্ষণ করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।

উপকেন্দ্রটি মূলত একটি জনবসতিহীন এলাকায় অবস্থিত, যা আলায়ের শহর থেকে ১০৫ কিলোমিটার দূরে এবং শায়া কাউন্টি থেকে ১৪১ কিলোমিটার দূরে। ভূমিকম্প এলাকাটির চারপাশজুড়েই আঘাত হেনেছে এবং স্থানীয় কর্তৃপক্ষের মতে এখন পর্যন্ত কোন হতাহতের বা বড় ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা, তেল ও গ্যাস উৎপাদন, এবং পেট্রোকেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কোন ক্ষতি করে নি ৬.১ মাত্রার এই ভূমিকম্প।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, এ পর্যন্ত ফায়ার সার্ভিসের ১৫টি গাড়ি এবং ৭০ জন উদ্ধারকারী দুর্গত এলাকায় ছুটে গেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সবরকম উদ্যোগ নিয়েছে দেশটির স্থানীয় সরকার। 

 এইচআরএস/ সাজিদ