যুক্তরাষ্ট্রের উচিত চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করা: চীনা মুখপাত্র
2023-01-30 19:23:47

জানুয়ারি ৩০: যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দের উচিত চীনের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা চালানোর ইচ্ছা প্রকাশ করার পাশাপাশি, চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্রিঙ্কেনের আসন্ন চীন সফর প্রসঙ্গে সংশ্লিষ্ট এক প্রশ্নের উত্তরে, আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে, এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

মুখপাত্র বলেন, চীন বরাবরই প্রেসিডেন্ট সি’র উত্থাপিত পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান, এবং সহযোগিতা ও অভিন্ন কল্যাণ—এই তিন দফা নীতির ভিত্তিতে দু’দেশের সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা চালিয়ে আসছে। পাশাপাশি, চীন দৃঢ়ভাবে নিজের নিরাপত্তা, উন্নয়ন ও স্বার্থ রক্ষা করে যাবে।

মুখপাত্র বলেন, চীন প্রতিদ্বন্দ্বিতাকে ভয় পায় না, এড়িয়েও যেতে চায় না। তবে, প্রতিদ্বন্দ্বিতার অজুহাতে চীনকে দমন করার যে-কোনো অপচেষ্টার বিরোধিতা করবে বেইজিং। চীন পারস্পরিক সম্মান ও কল্যাণের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ক্ষেত্রে সহযোগিতা চালাতে ইচ্ছুক।

তিনি আরও বলেন, তাইওয়ান হলো চীনের কেন্দ্রীয় স্বার্থসংশ্লিষ্ট একটি ইস্যু, যা চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের রাজনৈতিক ভিত্তি। যুক্তরাষ্ট্রের উচিত এই রেডলাইন অতিক্রম করার চেষ্টা না-করা।  (লিলি/আলিম/রুবি)