সৌদিতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে চীনা বিলাসবহুল স্পোর্টস কার
2023-01-30 16:10:00

জানুয়ারি ৩০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তৈরি করা বিলাসবহুল স্পোর্টস ইউটিলিটি ভেহিকলস বা এসইউভি মডেলের গাড়ি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। সৌদি আরবের রাজধানী রিয়াদে আয়োজন করা একটি ইভেন্টে প্রদর্শন করা এই মডেলের গাড়িতে চোখ আটকে যায় গাড়িপ্রেমীদের।

প্রদর্শনীতে স্থান পায় ৫ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটারের হুইলবেস সুবিধা সম্বলিত EXEED VX মডেলের গাড়িটি। ৭ সিটের এই ফ্ল্যাগশিপ গাড়িটি ব্যবহারকারীদের দেবে এক ভিন্ন অভিজ্ঞতা। এর পাশাপাশি ফ্যাশন সচেতন তরুণদের জন্য আনা হয়েছে EXEED TXL ও EXEED LX মডেলের আরো দুটি গাড়ি। এই গাড়ি দুটি ডিজাইন করা হয়েছে নিখুঁতভাবে, তরুণদের চাহিদা ও পছন্দের বিষয়টি মাথায় রেখে।

চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো বলছে, EXEED 2023 মডেলের গাড়িগুলো সম্প্রতি বাজারে আনা হয়েছে। এসব গাড়ি তৈরি করা হয়েছে সৌদি আরবের জলবায়ু উপযোগী করে। এর পাশাপাশি এসব গাড়িতে আছে সর্বাধুনিক নিরাপত্তা ব্যবস্থাও।

বিপুল/ সাজিদ