যুক্তরাষ্ট্রের উচিত দ্বৈতনীতি পরিত্যাগ করা: চীনা মুখপাত্র
2023-01-30 18:37:00

জানুয়ারি ৩০: যুক্তরাষ্ট্র সবসময় স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকারের কথা বলে এবং এগুলোকে অজুহাত বানিয়ে অন্যান্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে। অথচ দেশটির অভ্যন্তরেই দীর্ঘকাল ধরে পুলিশি সহিংসতা ও জাতিগত বৈষম্য বিরাজ করছে। এ ব্যাপারে মার্কিন প্রশাসন তেমন কিছু করছে না।  যুক্তরাষ্ট্রের উচিত এহেন দ্বৈতনীতি পরিত্যাগ করা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরে একজন আফ্রিকান-আমেরিকান পুরুষের পুলিশি সহিংসতায় নিহত হবার ঘটনা  প্রসঙ্গে মাও নিং বলেন, এই ট্রাজেডি হৃদয়বিদারক। আফ্রিকান-আমেরিকান ফ্রয়েড-এর ‘আমি শ্বাস নিতে পারছি না’ কথাটি যেন এখনও কানে বাজে। অথচ যুক্তরাষ্ট্রে এমন ঘটনা একটার পর একটা ঘটেই যাচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, গেল এক বছরে ১১৮৬ জন মার্কিন নাগরিক পুলিশি সহিংসতায় নিহত হয়েছে। (শিশির/আলিম/রুবি)