অনুমোদন পেয়েছে চীনে তৈরি দুটি কোভিড-১৯ ট্যাবলেট
2023-01-30 19:36:12

জানুয়ারি ৩০, সিএমজি বাংলা ডেস্ক: কোভিড-১৯ প্রতিরোধে চীনে তৈরি দুটি মুখে খাওয়ার ট্যাবলেটকে শর্তসাপেক্ষে অনুমোদন দিয়েছে দেশটির ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা।

ন্যাশনাল মেডিক্যাল প্রোডাক্ট অ্যাডমিনিস্ট্রেশন রোববার এ অনুমোদন দেওয়ার কথা জানায়।

সদ্য অনুমোদিত ওষুধ দুটির একটি সিয়ান নিওসিন। এটি যৌথভাবে আবিস্কার করেছে চিয়াংসু প্রদেশের নানচিংয়ের সিমসার ফার্মাসিউটিক্যাল গ্রুপ, শাংহাই ইনস্টিটিউট অব মেটেরিয়া মেডিকা, উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি এবং চীনের চিকিৎসা বিজ্ঞান একাডেমি।

সিমসার গ্রুপ জানিয়েছে, নতুন ওষুধটিতে ব্যবহার করা হয়েছে শরীরে ভাইরাস-সৃষ্টি থামাতে সক্ষম সিমনোট্রেলভির এবং স্বল্প পরিমাণে রিটোনাভির। রিটোনাভির সিমনোট্রেলভিরের ভাইরাসবিরোধী কার্যকারিতা বাড়ায়।

অন্য নতুন ওষুধটি হলো ভিভি ওয়ান ওয়ান সিক্স। শাংহাই ভিনেরনা বায়োসায়েন্স এবং শাংহাইয়ের অন্যান্য গবেষণা প্রতিষ্ঠান এটি আবিস্কার করেছে।

রহমান/শান্তা

তথ্য ও ছবি: চায়না ডেইলি