ইরান ও রাশিয়ার মধ্যে ব্যাংকিং বিনিময় সহযোগিতা শুরু
2023-01-30 11:00:33

জানুয়ারি ৩০: স্থানীয় সময় গতকাল (রোববার) ইরান ও রুশ কর্মকর্তাদের মধ্যে একটি সহযোগিতামূলক স্মারকলিপি স্বাক্ষরিত হয়েছে; ফলে রাশিয়া এবং অন্যান্য ১৩টি দেশের সঙ্গে ইরানের আর্থিক ও ব্যাংকিং বিনিময় সহযোগিতা শুরু হলো।

ইরানের কেন্দ্রীয় ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের উপপরিচালক মোহসেন করিমি বলেন, এ সহযোগিতামূলক স্মারকলিপি স্বাক্ষর করার পর ইরান ও রাশিয়ার সব ব্যাংকের মধ্যে আর্থিক প্ল্যাটফর্ম সংযুক্ত হয়ে গেল। তা ছাড়া, বিদেশে ইরানি ব্যাংকের শাখা প্রতিষ্ঠানগুলো রুশ ও অন্যান্য ১৩টি দেশের ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে। এ প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের শতাধিক ব্যাংক ইরানের সঙ্গে ব্যবসা করতে পারবে।

রুশ কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি জানান যে, এ স্মারকলিপির সবচেয়ে বড় দিক হলো পাশ্চাত্য দেশগুলোর নিষেধাজ্ঞা এড়ানো। রুশ আর্থিক সংস্থা এবং ইরানি আর্থিক সংস্থার মধ্যে আরো ব্যাপক যোগাযোগ স্থাপন করা হবে; যাতে তহবিল স্থানান্তরের মাধ্যমে দু’দেশের ব্যবসায়ীদের সুবিধা দেওয়া যায়।

(সুবর্ণা/তৌহিদ/রুবি)