বসন্ত উত্সব চলাকালে চীনের চাঙ্গাভাব দেখেছে বিশ্ব: চীনা মুখপাত্র
2023-01-30 18:34:38

জানুয়ারি ৩০: এবারের বসন্ত উত্সব চলাকালে চীনের চাঙ্গাভাব দেখেছে গোটা বিশ্ব। আজ (সোমবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

তিনি বলেন, বসন্ত উত্সব চালাকালে বিদেশে গেছেন ২৭ লাখ ৭০ সহস্রাধিক চীনা পর্যটক। অন্যভাবে বললে, এ সময়কালে গড়ে প্রতিদিন ৪ লাখ ১০ হাজার চীনা পর্যটক বিদেশ ভ্রমণ করেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২০.৫ শতাংশ বেশি।

মুখপাত্র বলেন, বিভিন্ন দেশ চীনা পর্যটকদের আগ্রহ নিয়ে স্বাগতও জানায়। সুইজাল্যান্ডের স্কি রিসোর্ট চীনা চান্দ্রবর্ষের প্রতীক ও লণ্ঠন দিয়ে সাজানো হয়।  থাই উপ-পররাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে চীনা পর্যটকদের অভ্যর্থনা জানান।

মাও নিং আরও বলেন, বসন্ত উত্সব চলাকালে চীনের অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা ছিল ৩০ কোটি; চলচ্চিত্রের বক্স অফিস আয় করেছে ৬৭০ কোটি ইউয়ান। মোদ্দাকথা, বসন্ত উত্সবের সময় দেশের অর্থনীতির ওপর চীনাদের আস্থার প্রতিফলন ঘটেছে। (রুবি/আলিম/শিশির)